৪ বছর মেয়াদি কোর্স যা ৮ সেমিস্টারে বিভক্ত।
গ্রেডিং পদ্ধতি
বিভিন্ন কোর্সে একাডেমিক পারফরমেন্স একটি চলমান প্রক্রিয়া যেখানে ছাত্র-ছাত্রীদের কে Class Test, Quiz Test, Practical Assignment এ ভাল করতে হয় এবং তার সাথে সাথে ছাত্র-ছাত্রীদের কে বাধ্যতামূলক ভাবে ৮০% ক্লাস করতে হয়। প্রতিটি বিভাগে আলাদা আলাদা নম্বর প্রদানের মাধ্যমে সম্মানীত শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ছাত্র-ছাত্রীদের কে মূল্যায়ন করে থাকেন।
প্রতি সেমিস্টারে একজন ছাত্র-ছাত্রী প্রাপ্ত নম্বরের ভিত্তিতে লেটার গ্রেড এবং তার সমমানের গ্রেড পয়েন্ট অর্জন করে থাকে। লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট প্রদানের নিয়ম নিম্নে দেয়া হলঃ
Marks (Avg.) | Letter Grade | Grade Point |
80-100 | A+ | 4.00 |
75-80 | A | 3.75 |
70-75 | A- | 3.50 |
65-70 | B+ | 3.25 |
60-65 | B | 3.00 |
55-60 | B- | 2.75 |
50-55 | C+ | 2.50 |
45-50 | C | 2.25 |
40-45 | D | 2.00 |
0-39 | F | 0.00 |