যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লাইব্রেরী একটি অপরিহার্য অঙ্গ। ছাত্র-ছাত্রী সুবিধার কথা চিন্তা করে সাইক পলিটেকনিক ইনস্টিটিউট,সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি বিষয়ভিবিত্তিক ও রেফারেন্স বই সমৃদ্ধ একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করছে। লাইব্রেরীতে দেশী-বিদেশী মিলিয়ে বইয়ের সংখ্যা 5 (পাঁচ হাজারের) অধিক। ছাত্র-ছাত্রীদের লাইব্রেরী কার্ডের মাধ্যমে বিষয় ভিত্তিক বই সংগ্রহ ও ক্লাশ শেষে লাইব্রেরীতে বসে অধ্যয়নের সুযোগ রয়েছে। এছাড়াও নতুন নতুন বই সংযোজনের মাধ্যমে এ সংখ্যা বাড়াতে সাইক পলিটেকনিক ইনস্টিটিউট ও সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি সদা সচেষ্ট।
২০২০-০৭-২২