SSC উর্ত্তীণ শিক্ষার্থীদের চাকুরীর শতভাগ নিশ্চয়তাসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত উত্তর অঞ্চলের অন্যতম বেসরকারী পলিটেকনিক, টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট, জয়পুরহাট (টিপিঅাই_জে)-এ স্বল্প কোর্স ফি’তে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন- টেক্সটাইল ইন্জিনিয়ারিং এ ভর্তি চলছে…..
চার বছরে মাত্র ৮০,০০০/৯০,০০০ টাকায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইন্জিনিয়ারিং-এ পড়ার সুযোগ ! ! !
# কোর্স সমূহ (৪ বছর মেয়াদী–৮ সেমিস্টার)
১। কম্পিউটার টেকেনোলজি
২। ইলেকট্রনিক্স টেকনোলজি
৩। ইলেকট্রিক্যাল টেকনোলজি
৪। সিভিল টেকনোলজি
৫। মেকানিক্যাল টেকনোলজি
৬। টেক্সটাইল টেকনোলজি
৭। গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং
৮। গ্রাফিক্স ডিজাইন
৯। ফুটওয়্যার
# ভর্তির যোগ্যতা:
এস.এস.সি/সমমান পরীক্ষায় যে কোন গ্রুপ থেকে জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ।
২০১১-২০২০ সালে পাশকৃত শিক্ষার্থীরাও আবদেন করতে পারবে।
#ল্যাব সুবিধা সমূহ:
সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং ল্যাব।
কন্সট্রাকশন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং ফিজিক্স ল্যাব।
অটোক্যাড, গ্রাফিক্স ও ইলেকট্রিক্যাল মেশিন ল্যাব।
ইলেকট্রিক্যাল ওয়্যারিং ল্যাব, পিএলসি ও ইলেকট্রনিক্স মাইক্রো কন্ট্রোলার ল্যাব।
গার্মেন্টস ল্যাব, টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাব।
কেমিস্ট্রি ল্যাব।
সার্ভেয়িং এন্ড প্লাম্বিং ল্যাব।
ইলেকট্রনিক্স ডিভাইস সার্কিট ল্যাব।
ইন্সট্রুমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোল ল্যাব।
# ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরীর ক্ষেত্র সমূহ:
১। উপ-সহকারি প্রকৌশলী পদে সরকারি প্রতষ্ঠিানে চাকরীর সুযোগ রয়ছে।
২। মিল কারখানাসহ দেশের ও বিদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাকরীর সুযোগ রয়েছে।
৩। গার্মেন্টস ও টেক্সটাইল কলকারখানা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, টি এন্ড টি, টেলিভিশন, বেতার, আণবিক শক্তি কমিশন, আবহাওয়া অধিদপ্তর, ভোকেশনাল স্কুল-কলেজ, কারিগরি বিষয়ে শিক্ষক, সিটি কর্পোরেশনসমূহ, পৌরসভাসমূহ, গার্মেন্টস ফ্যাক্টরী, ডেভেলপার কোম্পানী, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিমান বাংলাদেশ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি, সকল ব্যাংক, পল্লী বিদ্যুৎ, ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ, সরকারি টিটিসি ছাড়াও অন্যান্য সরকারী প্রতিষ্ঠানে রয়েছে চাকুরীর সুযোগ।
৪। সরকারি চাকরীর পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ রয়েছে।
#যোগাযোগ:
টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট, জয়পুরহাট (টিপিঅাই_জে)
পারুলিয়া, গণকবাড়ি, জয়পুরহাট।
মোবাইল: ০১৭৩০৪৬৯১৭১ (২৪/৭)