ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও। ১৯৮০ সালে অশোক ফেলো, প্রফেসর ডঃ হোসনে আরা বেগম বাংলাদেশের বগুড়ায় টিএমএসএস প্রতিষ্ঠা করেন। এটি একটি নারী ভিত্তিক বাংলাদেশী প্রতিষ্ঠান যা বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে কর্মরত। টিএমএসএস বাংলাদেশের গ্রামাঞ্চলে সেবার মান উন্নত ও সুলভ্য করার জন্য এনসিসি ব্যাংক লিমিটেডসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কর্মরত।

প্রতিষ্ঠাকাল: ১৯৮০
ধরণ: অলাভজনক
অবস্থান: ঠেঙ্গামারা, গোকুল, বগুড়া-৫৮০০
অবস্থানসমূহ: টিএমএসএস ভবন, ৬৩১/৫ পশ্চিম কাজিপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬
পরিষেবা ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যক্রম, পরিবেশ রক্ষা কার্যক্রম, সামাজিক উন্নয়ন কার্যক্রম, অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম
মূল ব্যক্তিত্ব: প্রফেসর ডঃ হোসনে আরা বেগম, প্রতিষ্ঠাতা
আয়: ১৯৬,৬৩,৯০,৪০৭ টাকা (২০১১)
ব্যয়: ১৮১,২১,৭৭,৩১৬ টাকা (২০১১) ($২,৩৩,৫৩,৭৮২ মার্কিন ডলার) [২]
কর্মী সংখ্যা: ১৮,০০০+ (২০১৩) [৩]
ওয়েবসাইট: http://www.tmss-bd.org