GSM ক্যালকুলেশন(Calculation)

GSM বলতে বোঝায় প্রতি বর্গ মিটারে ফেব্রিকের ওজোনকে । নিটেড ফেব্রিকের গুণাবলী যাচায়ে GSM  একটি গুরুত্বপূর্ণ মানদন্ড ।
 কাপড়ের GSM নির্ণয়ে GSM কাটার সবচেয়ে বেশি ব্যাবহার করা হয় ।  এই যন্ত্রটি খুবই সরল প্রকৃতির ।
এটি শুধুমাত্র ১০০ স্কয়ার মিটারের একটি চাকতি যার চারিদিকে ধারালো ব্লেড সংযুক্ত থাকে । যা দিয়ে ১০০ স্কয়ার মিটারের কাপড় কে সহজেই কাটা যায় ।
কাপড়ের GSM দুইটি ফর্মোলায় বের করা হয়

              course per inch   x   stitch length   x   39.37   x   39.37
GSM =—————————————————————————–
                            1000 x 1000

আরেকটি সুত্র

             WPI x CPI x SL (mm)
GSM =—————————
                   count(Ne)

WPI : WPI নির্ণয় করতে প্রথমে পাক খোলা অবস্থায় কোন সুতার প্রতি দশ ইঞ্চিতে wales এর সংখ্যা গণনা করা হয় । তারপর একে দশ দিয়ে ভাগ করে প্রতি ইঞ্চিতে ওয়াল এর সংখ্যা বের করে তাকে সমীকরণে বসানো হয় ।
 CPI : কাউন্টিং গ্লাস ও নিডেলের সাহায্যে প্রতি পাঁচ ইঞ্চিতে curse এর সংখ্যা নির্ণয় করা হয় তারপর দশ দিয়ে ভাগ করে CPI এর মান পাওয়া যায় ।

 SL(stitch length): কাপড়ের মধ্যে পাশাপাশি দুটি নিডেল লুপের মধ্যকার দুরুত্ব কে stitch length বলে । স্টিছ লেন্থের উপড় কাপড়ের ওজোন ও ডইমেনশন নির্ভর করে । stitch কাউন্টারের সাহায্যে দৈর্ঘ্য বরাবর ১০০ টি wales এর দৈর্ঘ্য মিলিমিটার এককে বের করতে হয় ।

ইয়ারন কাউন্ট নির্ণয়ের পদ্ধতি কিছুটা আলাদা । প্রথমে একটি সুতাকে ইয়ারন গুচ্ছ থেকে পাক ছাড়িয়ে তার দৈর্ঘ্য ও ভর মাপা হয় । তারপর নিচের সমীকরণে বসানো হয়

                                    N x L x 453.6
English count(Ne)  =———————-
                                     wt x 36 x 840              
এখানে N = একটি ইয়ারন গুচ্ছে ইয়ারনের সংখ্যা ।
L=ইয়ারনের দৈর্ঘ
wt= ইয়ারনের ওজোন

তবে আরেকটি সমীকরণের সাহায্যেও GSM বের করা সম্ভব

                 Ks x Tex
GSM=—————————-
               stitch length(mm)

Ks একটি ধ্রুবক । এর মান ফেব্রিকের গঠনের উপড় নির্ভর করে ।

https://tpi-joypurhat.com/

ওভেন ফেব্রিকের GSM নির্ণয়ের সমীকরণ
                  EPI                            PPI
GSM =———————– + —————————   x  23.5
            warp count x 1.1            weft count x 1.04

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *