Placement বা চাকরির সুবিধার জন্য TPI-Joypurhat কর্তৃপক্ষ TMSS এর সহায়তায় চালু করেছে একটি অত্যাধুনিক Placement Cell. এর মূল কাজ হলো দেশ-বিদেশের খ্যাতনামা ইন্ডাস্ট্রির সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করার মাধ্যমে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের জন্য মানসম্মত চাকরির ব্যবস্থা করা। Placement Cell এর কাজ সংক্ষেপে তুলে ধরা হলো।
- টেকনোলজি ভিত্তিক শিক্ষার্থীদের জীবন বৃত্তান্ত, ফোন নাম্বার, ই-মেইল অ্যাড্রেস সংগ্রহ ও ডাটা বেইজ তৈরি করা।
- প্রস্তুতকৃত তালিকা ওয়েব সাইটে দেওয়া ও নিয়মিত Update করা।
- সম্ভাব্য চাকরি দাতা প্রতিষ্ঠান, কল-কারখানার সাথে যোগাযোগ করে চাকরি দাতাদের সাথে সুসম্পর্ক তৈরি ও তাদের সাথে MoU করার মাধ্যমে উর্ত্তীণ ছাত্র/ছাত্রীদের চাকরির ব্যবস্থা করা।
- শ্রম বাজারের চাহিদা নিরূপন করা। সে মোতাবেক দক্ষ জনবল তৈরি ও সরবরাহ করা।
- Job Placement Fair এর আয়োজন করে উর্ত্তীণ ছাত্র/ছাত্রীদের চাকরির ব্যবস্থা করা।
- Placement বিষয়ক ম্যাগাজিন বের করা। সেখানে দক্ষ শিক্ষার্থীদের নাম, ঠিকানা, সম্ভাব্য চাকরি দাতা প্রতিষ্ঠান, কল-কারখানার তালিকা প্রকাশ এবং ভাল চাকরি লাভের উপায় সম্পর্কে আলোকপাত করা।
- স্বনামধন্য কল কারখানায় শিক্ষার্থীদের Study Tour ও হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
- Industry Linkage বৃদ্ধির অংশ হিসেবে কল-কারখানার উর্ধ্বতন কর্মকর্তাদেরকে Guest Lecturer হিসেবে আমন্ত্রন করা। সভা, সেমিনারে তাদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
- বিদেশে চাকরির ক্ষেত্র খোঁজা ,যোগাযোগ সমন্বয় সাধন , পথ প্রদর্শন ও যোগদানে সহায়তা করা।
- প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন, তাদের কর্মক্ষেত্রের তথ্য সংগ্রহ এবং বর্তমান শিক্ষার্থীদের চাকরি লাভে তাদের পরামর্শ ও সহযোগীতা প্রদানে উদ্ধুদ্ধ করা ।
- ইন্টারভিউ এর ব্যবস্থা করা।
- স্বানামধন্য প্রতিষ্ঠানের HR আমাদের ক্যাম্পাসে এসে In Campus Interview এর ব্যবস্থা করছে।
- শিক্ষার্থীদের ভালো জব পেতে ক্যারিয়ার কাউন্সিলিং-এর ব্যবস্থা করা হয়।
- টেকনোলজি ভিক্তিক ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়।
- বিষয়ভিত্তিক তাত্ত্বিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে “Enhance your Encourage” এবং “Cyber Knowledge” নামক দুটি সেমিনার আয়োজন করা। এছাড়াও আরো অনেক নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে।
Placement History: Diploma In Engineering & Diploma In Textile Engineering পাশ করার পর যাতে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর কর্মসংস্থান হয় সেই লক্ষ্যে তাদের উপযুক্তভাবে তেরী করা TPI-Joypurhat এর আপ্রাণ প্রয়াস। TPI-Joypurhat এর সম্পূর্ণ আলাদা একটি কর্মতৎপর বিভাগ Job Placement Cell সার্বক্ষনিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং পাশকৃত ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থান ব্যবস্থা করছে।